ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্য প্রেসে ছাপার অভিযোগ

সাতক্ষীরার পাঁচ দৈনিক পত্রিকাকে নোটিস

প্রকাশিত: ০৬:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরার পাঁচ দৈনিক পত্রিকাকে নোটিস

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অস্তিত্বহীন ছাপাখানার নামে ডিক্লারেশন নেয়া সাতক্ষীরার কয়েকটি দৈনিক অনুমোদনপ্রাপ্ত দৈনিক পত্রিকার প্রেস থেকে প্রকাশনার অভিযোগে সাতক্ষীরার ৫টি দৈনিক পত্রিকার সম্পাদককে সতর্ক করে নোটিস দেয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসেন স্বাক্ষরিত মঙ্গলবার রাতে দেয়া এক নোটিসের মাধ্যমে জেলার ৫ সম্পাদককে অনুমোদনবিহীন পত্রিকা না ছাপার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশের ফলে বুধবার সাতক্ষীরায় তিনটি দৈনিক প্রকাশিত হয়নি। পত্রিকা তিনটি হলো দৈনিক আজকের সাতক্ষীরা, দৈনিক দক্ষিণের মশাল ও দৈনিক সাতনদী। নোটিসপ্রাপ্ত পত্রিকাগুলো হচ্ছে দৈনিক পত্রদূত, দৈনিক কালেরচিত্র, দৈনিক যুগেরবার্তা, দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক কাফেলা। এই ছাপাখানাগুলোতে সংশ্লিষ্ট পত্রিকাসহ আরও ছাপা হয় জেলা ও খুলনা বিভাগ থেকে ডিক্লারেশন নেয়া ৩টি দৈনিকসহ ৫টি পত্রিকা। জেলা প্রশানের সূত্র জানায়, আজকের সাতক্ষীরা পত্রিকার প্রিন্টার্স লাইনে গ্লোব প্রিন্টিং প্রেসের নাম রয়েছে। তবে বর্তমানে সাতক্ষীরাতে এই প্রেসের অস্তিত্ব নেই। দৈনিক সাতনদী পত্রিকার রাজ প্রিন্টিং প্রেসের কোন অস্তিত্ব নেই। একইভাবে বন্ধ রয়েছে দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার জন্য অনুমোদন নেয়া আহমাদিয়া প্রেস। সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার অনুমতি নেয়া শাপলা প্রিন্টিং প্রেসেরও অস্তিত্ব নেই। একই কারণে কয়েক বছর আগে সাতক্ষীরা থেকে প্রকাশিত জামায়াতের কথিত মুখপত্র দৈনিক আলোর পরশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়েছিল। ইতোপূর্বে একই কারণে দৈনিক পত্রদূতের সম্পাদক ও কাফেলার সম্পাদককে জরিমানা করা হয়েছিল। এ বিষয়ে দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, জেলা প্রশাসন থেকে পত্রিকা বন্ধের নির্দেশনা দেয়া হয়নি। প্রেস মালিকদের নির্দেশ দেয়া হয়েছে, পত্রিকা ডিক্লারেশন যে প্রেসে থেকে নেয়া হয়েছে সেই প্রেস থেকে পত্রিকা ছাপতে হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ডিক্লারেশন নেয়ার সময় কোন ছাপাখানা থেকে ছাপতে হবে সেই বিষয়ে উল্লেখ থাকতে হয়। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে খুলনা ও যশোর থেকে অনুমোদন নেয়া পত্রিকাগুলোও সাতক্ষীরার বিভিন্ন ছাপাখানা থেকে ছাপাচ্ছে।
×