ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ০৬:০১, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ভালুকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৭ সেপ্টেম্বর ॥ ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী কুমারপাড়া মাহদীন সোয়েটার্স লি: নামে একটি কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বুধবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। জানা যায়, ওই কারখানার শ্রমিকদের দাবি শ্রম আইন অমান্য করে মাহদীন সোয়েটার্স কর্তৃপক্ষ এক সপ্তাহ যাবত কৌশলে শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করছে। এতে কেউ প্রতিবাদ করলে তাদের ভাগ্যে নেমে আসে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্মম নির্যাতন। শ্রমিকদের অভিযোগ, ফ্যাক্টরির ভেতরে তিনদিন যাবত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে । এ সময় সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে স্থানীয় সন্ত্রাসী বাহিনী ও মিল সিকিউরিটি গার্ডরা বাধা দেয়। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ শুরু করলে তা সংঘর্ষে রূপ নেয়। সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও মালবাহী গাড়ি চরম ভোগান্তিতে পড়ে। ঘটনা সামাল দিতে শিল্প পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে এবং বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অন্তত ৩০ শ্রমিক আহত হয়। সাবিকুন্নাহার নামে এক শ্রমিক জানান, মিথ্যে বাহানায় শ্রমিক ছাঁটাই করছে কর্তৃপক্ষ যা শ্রম আইনে অন্যায়। কেউ প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে এলাকাছাড়া করছে গু-া বাহিনী। এ ব্যাপারে শিল্প পুলিশের এসপি মোঃ বিল্লাল হোসেন জানান, ফ্যাক্টরির ভেতরে কোন প্রকার বিশৃঙ্খলা বা অসন্তোষ নেই।
×