ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবতার সেবায় শেখ হাসিনার পাশে সারা পৃথিবী ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০০, ২৮ সেপ্টেম্বর ২০১৭

মানবতার সেবায় শেখ হাসিনার পাশে সারা পৃথিবী ॥ কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবায় জাতির পিতার কন্যা শেখ হাসিনার পাশে এখন সারা পৃথিবী রয়েছে। তিনি বুধবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী শহরের গোপাল জিউর মন্দিরে আয়োজিত শারদীয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওই কথা বলেন। নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারীতে ২০ কিশোরীকে সাইকেল প্রদান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন। এ উপলক্ষকে ছোট কাকু ক্লাবের আয়োজনে ২০ কিশোরী খেলোয়াড়কে বাইসাইকেল প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা শহরের উদয়ন শিশু বিদ্যাপিঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এসব বাইসাইকেল বিতরণ করেন ছোট কাকু ক্লাবের উদ্যোক্তারা। এ সময় উপস্থিত ছিলেন ছোট কাকু ক্লাবের জনক চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছোট কাকু নাটকের প্রধান চরিত্রের অভিনেতা আফজাল হোসেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, ফরিদুর রেজা সাগরের সহধর্মিণী কনা রেজা, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, আবৃত্তিকার আমিরুল ইসলাম, রেজানুর রহমান, সানাউল আরেফিন, খহিরুল ইসলাম তুফান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মী আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ সেপ্টেম্বর ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করায় লক্ষ্মীপুরের রামগতি থেকে রায়হান নামে এক ছাত্রদল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে বুধবার দুপুরে তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল। জানা গেছে, রায়হান ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল।
×