ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোট স্থগিতের প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ভোট স্থগিতের প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ সেপ্টেম্বর ॥ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর তফসিল ও ভোট গ্রহণের তারিখ ঘোষণা হলেও পর পর দুইবার ভোট গ্রহণের দু’দিন আগে নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ইউনিয়নবাসী বুধবার সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। সকাল সাড়ে ১১টায় সাঘাটার ডাকবাংলা মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকার জনগণ। মানববন্ধনে নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, মশিউর রহমান, আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ। সান্তাহারে ঘাতক স্বামীর বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৭ সেপ্টেম্বর ॥ আদমদীঘি উপজেলার জয়দেবপুরপাড়া গ্রামে ফেরদৌসি বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যাকারী স্বামী আল আমিন ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আশপাশ গ্রামের হাজারো নারী-পুরুষ। মৃত্যুর পাঁচদিন পর বুধবার দাফন করা হয়েছে স্বামীর নির্যাতনে নিহত এক সন্তানের মা ফেরদৌসি বেগমকে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ মিলেছে যে, শুক্রবার স্ত্রী ফেরদৌসিকে হত্যার পর বাড়ির পাশের মুরগি সেডে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে বলে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে ঘাতক স্বামী আল আমিন। মৃত্যুর প্রাথমিক কারণ রহস্যজনক মনে হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠায়। নিরীহ গৃহবধূ ফেরদৌসিকে হত্যা ও প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে ওই গ্রামসহ আশপাশের গ্রামের নারী-পুরুষ। তারা ঘাতক আল আমিনের খামারের মুরগি ও পুকুরের মাছ লুট করে। বুধবার বেলা ১১টায় নামাজে জানাজার পূর্বে শিববাটি বাজারে কয়েক হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ সমবেত হয়ে বিক্ষোভ মিছিল।
×