ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭

শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ এলসি-এলসি, ভ্যালকা-ভ্যালকা। পটুয়াখালীর দক্ষিণ-উপকূলের হাট-বাজারে গত কয়েকদিন ধরে এভাবেই হাঁক দিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। ওজন অনুযায়ী ইলিশ জেলে-পাইকারদের কাছে বিভিন্ন নামে পরিচিত, যা এখন ক্রেতার কাছেও পরিচিতি পেতে শুরু করেছে। মৌসুমের শেষ লগ্নে গভীর সাগর থেকে উঠে আসতে শুরু করেছে জেলেরা। প্রায় প্রতিটি জেলে নৌকা ও ট্রলারে আসছে শত শত মণ ইলিশ। যাতে সয়লাব হয়ে গেছে আড়ত থেকে শুরু করে হাটবাজার। দামও কমে এসেছে অনেক। কোথাও কোথাও রীতিমতো পানির দামে বিকোচ্ছে ইলিশ। মোকামগুলোতেও প্রতিদিন যাচ্ছে হাজার হাজার মণ ইলিশ। শনিবার ৩০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। যা অব্যাহত থাকবে ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। ইলিশ প্রজনন নিরাপদ করতেই সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর করতে মৎস্য অধিদফতরের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সাগর-নদী টহল দেবে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। নিষেধাজ্ঞাকালে ইলিশ ধরা, পরিবহন, মজুদ বেচাকেনা বন্ধ থাকবে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষেধ উপলক্ষে মৎস্য বিভাগের কর্মকর্তাদের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণভাবে বন্ধে মৎস্য বিভাগের সকল কর্মসূচী ও সচেতনতামূলক পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনুর হাসান প্রমুখ।
×