ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুরির অভিযোগে পিটিয়ে শিশু হত্যা ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭

চুরির অভিযোগে পিটিয়ে শিশু হত্যা ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুরে চুরির অভিযোগে বিদ্যুতের খুটিতে বেঁধে পিটিয়ে কিশোর সাগর হত্যা মামলায় রিয়াজ উদ্দিন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন চরশ্রীরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। এই মামলার প্রধান আসামি আক্কাছ আলীর আত্মীয় রিয়াজ উদ্দিন। গ্রেফতার হওয়া রিয়াজ মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে তাকে শনাক্ত করে পুলিশ। এরপর নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তবে মামলার প্রধান আসামিরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে নিহত সাগরের লাশের ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে তাকে ময়মনসিংহ পৌরসভার ভাটিকাশর গোরস্তানে দাফন করা হয়। পুুলিশ জানায়, গৌরীপুরে আটক রিয়াজ উদ্দিনকে পুলিশ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দিয়েছে। তবে এর আগে সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আটক রিয়াজ উদ্দিনকে গৌরীপুর থানাতে জিজ্ঞাসাবাদ করে। বুধবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নিহত সাগরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর তা পরিবারের কাছে হাস্তান্তর করা হলে বিকেলে ভাটিকাশর গোরস্তানে সাগরকে দাফন করা হয়। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ বলেন আসামিদের ধরতে অভিযান চলছে। তিনি বলেন অতিদ্রুতই এদের আটক করা হবে। গত সোমবার ভোরে পানির বৈদ্যুতিক পাম্প চুরির অভিযোগ এনে সাগরকে গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্র ও হ্যাচারির মালিক আক্কাছ আলী ও তার লোকজন বেঁধে নির্যাতন করে হত্যা করে।
×