ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিয়ে ক্ষমতাসীন দলই রাজনীতি করছে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নিয়ে ক্ষমতাসীন দলই রাজনীতি করছে ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন। তারা সরকারী ত্রাণ ব্যবহার করছেন। রোহিঙ্গা নিয়ে সরকারী দলই রাজনীতি করছে, বিএনপি নয়। বুধবার সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণকালে তিনি কথাগুলো বলেন। বিএনপির এ নেতা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ কার্যক্রম এবং তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয় বলে অভিযোগ করেন। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ায় সরকারের অনীহার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত জাতীয় ঐক্যের ডাক দেয়া। সম্মিলিতভাবে কাজ করেই রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করা সম্ভব। কিন্তু তা না করে সরকার উল্টো বিএনপির সমালোচনা করছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উখিয়ার বালুখালীতে এদিন মির্জা ফখরুল বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। দলের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে ত্রাণ এবং নগদ অর্থ বিতরণ করা হয়। বিএনপি নেতা ফখরুল এ সময় জোর দিয়ে বলেন, আমরা দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীনদের নেতারাই রাজনীতি করছেন। সরকার মূলত লোক দেখানো ত্রাণের কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন।
×