ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় গোলাপী হীরার সন্ধান

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সবচেয়ে বড় গোলাপী হীরার সন্ধান

পৃথিবীর সবচেয়ে বড় গোলাপী হীরা পাওয়া গেছে রাশিয়ায়। রুশ হীরা কোম্পানি আলরোসার অনুসন্ধানকারীরা সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় ইয়াকুতিয়া এলাকা থেকে এই হীরক খ-টি খুঁজে পায়। ২৭ দশমিক ৮৫ ক্যারটের এই হীরক খ-টি প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। এটি দৈর্ঘ্যে ২২ দশমিক ৪৭ ও প্রস্থে ১৫ দশমিক ৬৯ মিলিমিটার। আগে আলরোসা কোম্পানি ৩ দশমিক ৮৬ ক্যারটের গোলাপী হিরা পেয়ে আলোচনায় এসেছিল। হিরা বিশেষজ্ঞরা আলরোসার পাওয়া এই গোলাপী হীরক খ-কে অনন্য সাধারণ ও বিরল ঐতিহাসিক মূল্যের বলে আখ্যা দিয়েছে। এখন এই হীরক খ-টিকে কেটে ব্যবহারযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে আলরোসা। আলরোসা কর্তৃপক্ষ বলছে গোলাপী হিরার ইতিহাসে এটি সর্বোচ্চ দামে বিক্রি হতে পারে। এ খনি কোম্পানির প্রধান ইভানি আগুরেভ বলেন, হিরাটি কীভাবে পোলিস ও কাটা যায় তা নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করছেন। তার মতে এই ধরনের বিরল ও বড় আকারের হিরাগুলোর বাজার দাম বরাবরই বেশি হয়ে থাকে। তাদের ধারণা এটি ইতিহাসের সবচেয়ে বড় ও বেশি দামী হিরা হতে পারে।-নিউজম্যাক্স অবলম্বনে।
×