ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর রেকর্ডময় রাতে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

প্রকাশিত: ০৫:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

রোনাল্ডোর রেকর্ডময় রাতে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বরাবরই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে খালি হাতে ফিরতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। আগের ছয়বারের মুখোমুখিতে সিগন্যাল ইদুনা পার্কে তিনবারই হেরেছিল গ্যালাক্টিকোরা, বাকি তিন ম্যাচ অমীমাংসিত থাকে। অবশেষে জয় না পাওয়ার সেই গেরো খুলেছে জিনেদিন জিদানের দল। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে অতিথি রিয়াল মাদ্রিদ। যা বরুশিয়ার মাঠে রিয়ালের প্রথম জয়। রিয়ালের জয়ে জোড়া গোল করেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপর গোলটি করেন গ্যারেথ বেল। গ্রুপের আরেক ম্যাচের রিয়ালের মতো ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারও টানা দ্বিতীয় জয় পেয়েছে। তারকা ফরোয়ার্ড হ্যারি কেনের দুর্দান্ত হ্যাটট্রিকে স্পার্সরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়াকে। নিজের ১৫০তম ইউরোপিয়ান ও রিয়ালের হয়ে ৪০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মোটেও কার্পণ্য করেননি রোনাল্ডো। নিজের সবটুকু উজাড় করে দিয়ে তিনি খেলেছেন। রিয়ালের হয়ে ৪০০তম ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৪১১। গ্যারেথ বেলের ১৮ মিনিটের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের শুরু থেকেই দারুণ আধিপত্যে স্বাগতিকদের খুব একটা স্বাচ্ছ্যন্দ্যে খেলতে দেয়নি রিয়াল। ৪৯ মিনিটে বেলের সহায়তায় রোনাল্ডো দলের পক্ষে দ্বিতীয় গোল করলে ম্যাচের ভাগ্য মোটামুটি নিশ্চিত হয়ে যায়। যদিও ৫৪ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াং এক গোল পরিশোধ করেন বরুশিয়ার হয়ে। কিন্তু ৭৯ মিনিটে স্বাগতিকদের সব আশা শেষ করে দেন রোনাল্ডো। এর ফলে গত বছর দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র দিয়ে মাঠ ছাড়ার স্মৃতি আর ফিরিয়ে আনতে পারল না ডর্টমুন্ড। স্প্যানিশ লা লিগায় নিজেদের নামের প্রতি এখনও সেভাবে সুবিচার করতে পারেনি রিয়াল। যে কারণে টেবিলের শীর্ষে থাকা বার্সিলেনার থেকে ৭ পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে তারা। কিন্তু ইউরোপিয়ান সর্বোচ্চ আসরে বরাবরের মতোই আধিপত্য বজায় রেখে এখনও এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে তাদের অবস্থান এখন শীর্ষে। ম্যাচ শেষে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বলেন, দীর্ঘদিন পর হলেও আমরা জানতাম এই মাঠে আমরা অবশ্যই জয় তুলে নেব। সেই দিনটি আমাদের সামনে এসেছে। ম্যাচটা কঠিন ছিল। কিন্তু আমরা সবদিক থেকেই নিজেদের প্রমাণ করেছি। আমরা আমাদের শক্তিমত্তা নতুনভাবে উন্মোচনের অপেক্ষায় ছিলাম। আমি মনে করি, রাতটা সেই লক্ষ্যে অনেকটাই পূরণ করেছে। বরুশিয়ার গঞ্জালো ক্যাস্ত্রো বলেন, আমরাও বেশ কয়েকটি সুযোগ পেয়েছি কিন্তু রিয়াল ভাল করেছে। বেল ও রোনাল্ডোর মতো খেলোয়াড় যে দলে আছে তারা বেশ ভালমতোই গ্যাপগুলোতে এগিয়ে যাওয়ার কৌশল জানবে। এই ধরনের একটি দলের বিপক্ষে পুরো ৯০ মিনিট ম্যাচ ধরে রাখা বেশ কঠিন। চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের প্রথম ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। তবে স্প্যানিশ ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর লা লীগায় দুই ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি। তাতেই শুরু হয়ে যায় সমালোচনা। এত সমালোচনা শুনে ক্লান্ত হয়ে উঠেছেন চারবারের বর্ষসেরা ফুটবলার। রিয়ালের হয়ে চারশতম ম্যাচ খেলার পর রোনাল্ডো বলেন, মনে হচ্ছে, আমি কে প্রতি ম্যাচেই তা দেখিয়ে যেতে হবে। আমার ব্যাপারে মানুষ যা ভাবে তাতে আমি বিস্মিত। আমার সংখ্যাগুলোই এর জবাব দেয়। আমি একজন আদর্শ পেশাদার এবং সবসময় আমার চিন্তাভাবনা পরিষ্কার। কিন্তু সমালোচনা আরও খারাপ হচ্ছে। গ্রুপের আরেক ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেন ও ডেলে আলির অনুপস্থিতিতে দলের মূল দায়িত্বই ছিল টটেনহ্যামের হ্যারি কেনের ওপর। যা তিনি শতভাগ পালন করেছেন। কেনের অসাধারণ পারফরমেন্সে অসাধারণ জয় পেয়েছে স্পার্সরা। কেন হ্যাটটিক পূরণ করা গোলগুলো করেন ম্যাচের ৩৯, ৬২ ও ৬৭ মিনিটে।
×