ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ থেকে আইসিসির নতুন আইনে ক্রিকেট

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭

আজ থেকে আইসিসির নতুন আইনে ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকেই বদলে যাচ্ছে ক্রিকেট আইন। ক্রিকেটের একাধিক নিয়মের পরিবর্তন হচ্ছে। নতুন আইনে ক্রিকেট খেলা শুরু হচ্ছে। ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা (আইসিসি) জানিয়ে দিয়েছে, আজ থেকেই ক্রিকেটে একাধিক নতুন আইন চালু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে দুপুর ১২টায় শুরু হতে যাওয়া পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে নতুন আইনের চালু হচ্ছে। ২ ঘণ্টা পর দুপুর ২টায় শুরু হতে যাওয়া পচেফস্ট্রুমে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজেও একই আইন প্রযোজ্য হচ্ছে। ব্যাটের পুরুত্ব, রান আউট আইন, লালকার্ড, ডিআরএসের নতুন আইন চালু হচ্ছে। এর মধ্যে আইসিসি আম্পায়ারদের এ নিয়ে ওয়ার্কশপও করানো হয়েছে। ক্রিকেট ব্যাটের আইনে পরিবর্তন হয়েছে। ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ আগের মতোই থাকছে। তবে এর ধারের পুরুত্ব ৪০ মিলিমিটারের বেশি হতে পারবে না। সবমিলিয়ে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার গভীরতা থাকতে পারবে। আম্পায়ারের থাকছে ব্যাটের বৈধতা চেক করার সুযোগ। ফুটবলের মতো ক্রিকেটেও লালকার্ডের বিধান করা হয়েছে। খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেয়া হবে। গুরুতর অপরাধের জন্য আম্পায়ার লালকার্ড দেখিয়ে ম্যাচের বাকি সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবেন খেলোয়াড়কে। এই অপরাধের মধ্যে উল্লেখ আছে আম্পায়ারকে হুমকি দেয়া বা অপমান করা। আম্পায়ারের সঙ্গে ইচ্ছেকৃত শারীরিক সংঘর্ষে যাওয়া। কোন খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করা কিংবা এ জাতীয় সন্ত্রাসী কার্যকলাপ। রিভিউ সিস্টেমের (ডিআরএস) পরিবর্তনও আসছে। আম্পায়ার্স কলে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে ডিআরএস নষ্ট হবে না। ৮০ ওভারের পর রিভিউ নতুন করে শুরুর আইন থাকছে না। তার মানে প্রত্যেক ইনিংসে থাকবে দুটি সফল রিভিউর নিয়ম। এখন থেকে টি২০তেও ডিআরএস থাকছে। রান আউট ও স্টাম্পিংয়েরও নতুন আইন থাকছে। ব্যাটসম্যান ক্রিজের দিকে ডাইভ দিয়ে ব্যাট রেখেছেন পপিং ক্রিজে, নিজে তারপর ভারসাম্য হারিয়েছেন এবং ওই সময়ে উইকেট ভেঙ্গেছে, এমন পরিস্থিতিতে রান আউট হবেন না ব্যাটসম্যান। স্টাম্পিংয়ের ক্ষেত্রেও এক আইন। এখন থেকে ব্যাটসম্যান ক্যাচ, স্টাম্পিং কিংবা রান আউটের শিকার হবেন তখন যদি বল ফিল্ডার বা উইকেটকিপারের হেলমেটে আগে আঘাত হানে। নতুন বাউন্ডারি ফিল্ডিং আইনও রয়েছে। বাউন্ডারি ক্যাচের ক্ষেত্রে ফিল্ডারকে বলের সঙ্গে তাদের প্রথম যোগাযোগটা বাউন্ডারি সীমার মধ্যে থেকেই করতে হবে। নইলে সেটি বাউন্ডারি বিবেচিত হবে।
×