ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি ও ক্ষুদ্র ঋণে বিশেষ ছাড়

প্রকাশিত: ০৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৭

কৃষি ও ক্ষুদ্র ঋণে বিশেষ ছাড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণে উৎসাহিত করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উভয় খাতে অ-খেলাপির বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের হার কিছুটা কমানো হয়েছে। বুধবার বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মোঃ নাছের স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, কৃষি ও ক্ষুদ্র খাতে স্বল্প মেয়াদি ঋণ বিতরণে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন উভয় খাতে অ-খেলাপি নিয়মি-অনিয়মিত সব ঋণের বিপরীতে আড়াই শতাংশ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক ছিল। এখন থেকে তা দেড় শতাংশ কমিয়ে এক শতাংশ নির্ধারণ করা হল। এছাড়া প্রভিশনের দ্বিতীয় ও তৃতীয় স্তর অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ‘সাব-স্ট্যান্ডার্ড ও ডাউটফুল’ প্রাথমিক ও সন্দেহজনক খেলাপি ঋণের বিপরীতে ৫ শতাংশ এবং ক্ষতিজনক মানের খেলাপির বিপরীতে ১০০ ভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে। প্রসঙ্গত, কৃষি ও ক্ষুদ্র খাতে ২৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণ রয়েছে। জানতে চাইলে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মোঃ নাছের বলেন, অ-খেলাপি ঋণে প্রভিশন প্রথমে ৫ শতাংশ ছিল। পরে আড়াই শতাংশে নামানো হয়। এবার সেটা ১ শতাংশে নামানো হয়েছে। মূলত কৃষি ও ক্ষুদ্র ঋণে উৎসাহিত করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। নওগাঁয় ২৪ লাখ টাকার ঋণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর উপজেলায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘দারিদ্র্যমুক্তি’ ঋণ প্রকল্পের আওতায় শতকরা ৫ টাকা সরল সুদে বকনা বাছুর ক্রয়ের জন্য গৃহিণীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হকের নির্দেশনা অনুযায়ী এই ঋণ বিতরণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় বদলগাছি ও মহাদেবপুর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় ৩ হাজার গৃহিণীর মাঝে ঋণ বিতরণ করা হয়।
×