ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের অনুমোদন

প্রকাশিত: ০৫:১৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭

বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুরক্ষায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গঠিত ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) বা বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের ট্রাস্টির চেয়ারম্যান হলেন বিচারপতি মোঃ আব্দুস সামাদ। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি অনুমোদন করে ডিএসইকে চিঠি দিয়েছে। ডিএসই ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) ১৯৯৯ অনুযায়ী ট্রাস্টির সদস্য হবে ৫ জন্য। ট্রাস্টির সদস্যরা হলেন ডিএসইর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, পরিচালক শরিফ আতাউর রহমান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম। ডিএসইর এমডি পদাধিকারবলে এ বোর্ডের সদস্য হবেন। জানা গেছে, কোন ব্রোকারেজ হাউস দেউলিয়া হয়ে গেলে বা বিনিয়োগকারীদের শেয়ার কিংবা তাদের জমা রাখা অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে এ তহবিল থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে। প্রসঙ্গত, শেয়ার বা জমা করা অর্থ প্রদানে ব্রোকারেজ হাউস ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে অনধিক ছয় মাসের মধ্যে এ তহবিল পরিচালনাকারী ট্রাস্টির কাছে আবেদন করতে হবে। ডিএসই সূত্র জানিয়েছে, বিদ্যমান আইপিএফ তহবিলের প্রায় ৫ কোটি টাকা নিয়ে এ তহবিল যাত্রা শুরু করবে। পাশাপাশি তহবিলের আকার বাড়াতে স্টক এক্সচেঞ্জের সব ব্রোকারেজ হাউস থেকে প্রতি ১০ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচার ওপর ত্রৈমাসিক ভিত্তিতে এক টাকা হারে অর্থ সংগ্রহ করা হয়।
×