ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধের দায়ে সাবেক সার্ব কমান্ডারের ১৫ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৫:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

যুদ্ধাপরাধের দায়ে সাবেক সার্ব কমান্ডারের ১৫ বছর কারাদণ্ড

সার্বীয় আধা সামরিক বাহিনীর এক সাবেক কমান্ডারকে যুদ্ধাপরাধের অভিযোগে ১৫ বছরের কারাদ- দেয়া হয়েছে। ১৯৯০-এর দশকের প্রথম দিকে ক্রোয়েশীয় স্বাধীনতাযুদ্ধের সময় বন্দীদের ওপর নির্যাতন এবং একটি গ্রামে মারাত্মক হামলা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দ্রাগান ভাসিলজকভিককে এ দণ্ড দেয়া হয়। ‘ক্যাপ্টেন দ্রাগান’ বলেও পরিচিত তিনি। ২০১৫ সালে ক্রোয়েশিয়ার কাছে প্রত্যর্পণের আগ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতে অবস্থান করছিলেন। ভাসিলজকভিককে (৬২) মঙ্গলবার স্পলিট শহরে এক আদালতে দোষী সাব্যস্ত করা হয়। বিচারের শুনানিতে বলা হয়, ভাসিলজকভিক এক অস্থায়ী কারাগারে বন্দী ক্রোয়েট সৈন্যদের ওপর নির্যাতন চালানোর জন্য তার অধীনস্তদের নির্দেশ দিয়েছেন। গ্লিনা শহরে হামলায় মদদ যোগানোর অভিযোগও প্রমাণিত হয় তার বিরুদ্ধে। ওই হামলায় ২ জন বেসামরিক লোক নিহত হয় এবং অন্যান্য লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। -বিবিসি কুকুরের দ্বীপ! পাকিস্তানের করাচী শহরের উপকূলীয় এক দ্বীপে অনেক বছর ধরে বাস করছে কিছু বেওয়ারিশ কুকুর। যাদের কারণে দ্বীপের নাম হয়েছে ডগ আইল্যান্ড বা কুকুর দ্বীপ। দ্বীপটিতে এখনও জনবসতি গড়ে ওঠেনি। অস্থায়ীভাবেও সেখানে কেউ থাকে না। এর বাসিন্দা কেবল কুকুর। উপকূলের কাছে দ্বীপটিতে দিনভর ঘুরে বেড়ায় কুকুরগুলো। -বিবিসি প্রিন্স হ্যারির জমজ ভাই! কানাডার টরন্টোতে চলছে আট দিনব্যাপী ‘ইনভিকটাস গেম’। এ আয়োজনের উদ্যোক্তা যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি সাপ্তাহিক ছুটির দিনে সবাই উপস্থিত হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চোখে ধরা পড়ল, প্রিন্স হ্যারির চেহারার সঙ্গে অনেক মিল রয়েছে তার অফিসিয়াল ফটোগ্রাফার স্কটির। আর এই মিল চোখে পড়তেই ক্যামেরা নিয়ে ট্রুডো নিজেই দু’জনের ছবি তুললেন। দু’জনের হাসিমুখের ওই ছবি দেখলে মনে হতে পারে, যেন মেলায় এসে খুঁজে পেয়েছেন একে অপরকে। - ডেইলি মেইল
×