ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাড়ি চালানোর অনুমতি পেলেন সৌদি নারীরা

প্রকাশিত: ০৫:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

গাড়ি চালানোর অনুমতি পেলেন সৌদি নারীরা

সৌদি বাদশাহ সালমান মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। আগামী জুন থেকে দেশটির নারীরা গাড়ি চালাতে পারবেন। বিশ্বে সবচেয়ে রক্ষণশীল এ দেশে নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত এ আদেশকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। খবর এএফপির। বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। কিন্তু এখন তারা গাড়ি চালানোর অনুমতি পেতে যাচ্ছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ দেশটির নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেয়ার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নারীদের গাড়ি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ৩০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে। সৌদি আরবের বিদ্যমান ব্যবস্থায় পুরুষেরাই কেবল গাড়ি চালানোর লাইসেন্স পান। কোন নারী যদি জনসম্মুখে গাড়ি চালান, তাহলে তাকে গ্রেফতার ও জরিমানা করা হয়। আইন ভেঙ্গে গাড়ি চালানোয় কিছু নারী কারাভোগও করেছেন। নারীদের গাড়ি চালানোর অনুমতি দিতে কয়েক বছর ধরে দেশটির মানবাধিকার সংগঠনগুলো প্রচার চালিয়ে আসছে।
×