ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৬ষ্ঠ দিনের মতো দরপতন

প্রকাশিত: ০০:১৮, ২৭ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে ৬ষ্ঠ দিনের মতো দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে যেন দরপতন থামছে না। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ষ্ঠ দিনের মতো দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৭৭৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬০ কোটি ১২ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, এ´িম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, গ্রামীন ফোন, আইএফআইসি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও বিবিএস কেবল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ডাচ বাংলা ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, প্রভাতি ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মযুনা ব্যাংক, পিইচপি মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মডার্ন ডাইং, ইফাদ অটো, মালেক স্পিনিং, প্রগ্রেসিভ লাইফ, ফাইন ফুড, প্রাইম টেক্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফাস ফাইনান্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, শাহজালাল ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, বে´িমকো, বিবিএস কেবল ও এ´িম ব্যাংক।
×