ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমার এমপির কার্যক্রমে জাতীয় সংসদের কোন আপত্তি নেই

প্রকাশিত: ২৩:৩১, ২৭ সেপ্টেম্বর ২০১৭

আমার এমপির কার্যক্রমে জাতীয় সংসদের কোন আপত্তি নেই

স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাসেবী সংস্থা আমার এমপি’র প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যেতে জাতীয় সংসদের কোন আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। একই সঙ্গে মর্যাদাপূর্ণ এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর বাংলাদেশ জাতীয় সংসদ কতৃক আমার এমপির কার্যক্রম চালিয়ে যেতে অনাপত্তি দেওয়ার মাধ্যমে স্বীকৃতি প্রদানকে স্বাগত জানিয়েছে স্বেচ্ছাসেবী এই সংস্থাটিও। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে এক চিঠির মাধ্যমে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কাছে আমার এমপির কার্যক্রম চালিয়ে যেতে অনাপত্তি প্রদানের আবেদন জানানো হয়। এর উত্তরে অনাপত্তি প্রদান করে ফজলে রাব্বী মিয়া বলেন,‘ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে নি:সন্দেহে এই উদ্যোগ সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি, গণতান্ত্রিক ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। সংসদ সদস্যদের সঙ্গে জনগণের যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে আমার এমপির উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের তরফ থেকে কোন আপত্তি নাই।’ এসময় তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে প্রায় ১৫০ জন সংসদ সদস্য ইতিমধ্যেই আপনাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জনগণের জবাবদিহিতা নিশ্চিত করতে আপনাদের প্যাল্টফরম ব্যবহার করে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সমস্যার সমাধান করছেন।’ অনাপত্তিপত্র প্রাপ্তির তথ্য নিশ্চিত করে আমারএমপি ডটকমের চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত জনকণ্ঠকে বলেন, ‘জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কতৃক এ স্বীকৃতি আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। এতে ডিজিটাল বাংলাদেশের পূর্ণ স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী হৃদয়ে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারবো।’
×