ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৮:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের সাহায্য করতে দুর্গাপূজার খরচ কমিয়ে আনার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ সব সময় প্রমাণ করেছে এদেশে সব ধর্মের সমান অধিকার। কোন ধর্মকে এদেশের মানুষ খাটো করে দেখে না। মানবতাকে সমুন্নত রেখে জনগণ অসহায় মানুষের পাশে থাকে। সারাবিশ্বে শান্তির প্রতীক হিসেবে সমাদৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষ আজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে। মঙ্গলবার রাজধানীর খামার বাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গাপূজার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দিলীপ কুমার রায়, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে কোনভাবেই যেন সম্প্রীতি নষ্ট না হয় সরকার সেদিকে সদা সতর্ক আছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেয়া আছে।
×