ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চকবাজার থেকে ঢামেক হাসপাতালের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চকবাজার থেকে ঢামেক হাসপাতালের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজার থেকে ঢামেক হাসপাতালের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শেরেবাংলা নগর থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল রিয়াল ও টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সীমা আক্তার (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ রাজধানীর চকবাজারের ৭০/১/এ, হরিনাথ ঘোষ রোডের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। চকবাজার থানা পুলিশের এসআই মোঃ খাইরুল ইসলাম জানান, মৃতদেহটি ঘরের জানালার সঙ্গে ঝুলে ছিল। সংবাদ পেয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মৃতের বড় ভাই হুমায়ুন কবির বলেন, সীমা মানসিক সম্যসায় ভুগছিল। এ জন্য সে আত্মহত্যা করেছে। নিহত নার্স সীমার বাবার নাম আব্দুস সামাদ। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হরিনাতৈল গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে সীমা ছোট ছিলেন। তিন প্রতারক গ্রেফতার রাজধানীর শেরেবাংলা নগর থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, রফিকুল ইসলাম, তারেক শেখ ও শুক্কুর। এ সময় তাদের কাছ থেকে জাল রিয়াল ও টাকা উদ্ধার করা হয়। ফেনসিডিলসহ আটক ৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, নাভিদ, সাবির, নবীন, মিজান, শাহীন ও শান্ত।
×