ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

বিসিবি পরিচালনা পর্ষদের কার্যক্রম কেন অবৈধ নয়?

প্রকাশিত: ০৮:১০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বিসিবি পরিচালনা পর্ষদের কার্যক্রম কেন অবৈধ নয়?

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদকে কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত রাখার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর আদালত কোন স্থগিতাদেশ না দেয়ায় আগামী ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠানে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন এনে পাঁচ বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি চিঠিকে কেন্দ্র করে আইনী জটিলতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন গত রবিবার এই রিট আবেদন করেন। সোমবার ওই রিটের শুনানি করে আদালত বিষয়টি মঙ্গলবার আদেশের জন্য রাখে। রিটকারী পক্ষে মঙ্গলবার আদালতে ছিলেন সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব শফিক। অন্যদিকে বিসিবি ও এনএসসির পক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
×