ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান সুপ্রীমকোর্ট বারের

প্রকাশিত: ০৮:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান সুপ্রীমকোর্ট বারের

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শর্তহীনভাবে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদান করতে চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি জানিয়ে বলা হয়, রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ সকল মহলকে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। অন্যথায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে। মঙ্গলবার দুপুরে সমিতি ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বারের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ ওয়াজি উল্লাহ, ট্রেজারার রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক শামীমা সুলতানা দিপ্তী, মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি আবদুস সালাম মামুন প্রমুখ।
×