ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গণহত্যা তদন্তের দাবিতে ঢাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:০২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

গণহত্যা তদন্তের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত ভয়াবহ গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবির কথা জানা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদ এবং অবিলম্বে নির্যাতন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আজিজ, সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক মোঃ সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×