ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলামোটরে বাসের ধাক্কায় রিক্সাচালক নিহত ॥ সড়ক অবরোধ, বাসে আগুন

প্রকাশিত: ০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বাংলামোটরে বাসের ধাক্কায় রিক্সাচালক নিহত ॥ সড়ক অবরোধ, বাসে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলামোটরে বেপরোয়া বাসের ধাক্কায় এক রিক্সাচালক নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক) মোঃ আলাউদ্দীন বলেন, ৮ নম্বর রুটের বাসটি সায়েদাবাদ থেকে গাবতলী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয় এবং রিক্সাযাত্রী গুরুতর আহত হন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রিক্সারোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, বাংলামোটরে একটি গ-গোল থেকে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট যায়। আগুনে বাসের দুটি আসন পুড়েছে বলে জানান শাহবাগ থানার ওসি আবুল হাসান। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, গাবতলী লিংক পরিবহনের (৮ নম্বর) একটি বাস বাংলামোটর মোড়ে সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় প্রথমে এটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি উল্টে যায়। পরে একটি রিক্সাকে ধাক্কা দেয়। এতে রিক্সাটি দুঘড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিক্সাচালক মারা যান। রিক্সা থেকে দুই যাত্রী পড়ে আহত হন। নিহত রিক্সাচালকের নাম লতিফুর রহমান। তার বাবার নাম আবদুর রহমান সেন্টু মিয়া। তার বাড়ি দিনাজপুরে ঝিকরগাছার মির্জাপুর গ্রামে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলামোটর মোড়ে বাসে আগুন দেয়ার ঘটনায় রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়।
×