ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় রথে মরকেল

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বিজয় রথে মরকেল

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাওয়ার পর ইইউর সবচেয়ে বড় দেশ জার্মান শরণার্থীর ভারে অনেকটাই জর্জরিত। ভাবা হয়েছিল অনেকটাই বিপাকে থাকবে জার্মান। এ কারণেই সারা বিশ্বেও নজড় ছিল এবার জার্মান নির্বাচনের দিকে। টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন মারকেল। ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের। বাম ও গ্রীন পার্টিকে হারিয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। যদিও দলটি মুসলিম ও শরণার্থীদের চরম বিদ্বেষী। রবিবারের ভোটের ফল দেখে জার্মানির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডয়চে ভেলির প্রধান সম্পাদক ইনেস পোল বলেন, এই নির্বাচন এক স্পষ্ট বার্তা বহন করছে যে সব কিছু আগের মতো চলবে না। সূত্র : ইন্টারনেট
×