ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

গণশুনানিতে উঠে এসেছে নানা অনিয়ম

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

গণশুনানিতে উঠে এসেছে নানা অনিয়ম

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আইডিয়াল টেক্সটাইল মিলে মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মুক্তারপুরস্থ টেক্সটাইল মিল প্রাঙ্গণে এই গণশুনানিতে ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সকলে উপস্থিত ছিলেন। কমিটির প্রধান মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার জানান, এই গণশুনানিতে কারখানাটির শ্রমিক, প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনায় বেঁচে যাওয়া লোকজনসহ সংশ্লিষ্ট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এতে ঘটনার অনেক বিষয়ই উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করতে রাজি হননি। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা এই শুনানি হয়। এদিকে ঘটনার পাঁচ দিনের মাথায় রবিবার সন্ধ্যায় ফ্যাক্টরির বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ছয়তলা ভবন এবং পাশের ওয়েল্ডিং ঘরটিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং এগুলো তালাবদ্ধ করে পুলিশের কাছে চাবি রাখা হয়েছে। তদন্তের স্বার্থেই এটি করা হয়েছে তদন্ত কমিটির প্রধান জানান। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, আইডিয়াল টেক্সটাইল মিলের ঘটনায় গ্রেফতারকৃত ছয় জনের রিমান্ড শুনানি হয় সোমবার। পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে মুন্সীগঞ্জ ১ নং আমলী আদালত রিমান্ড নামঞ্জুর করেছে। একই সঙ্গে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। ফরিদপুরে সেপটিক ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর ॥ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে রিয়াজুল ইসলাম (২০) নামের এক শ্রমিক মারা গেছে। আহত হয়েছে ওবায়দুল (৩০) ও রুবেল হোসেন (১৮) নামের অপর দুশ্রমিক। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ সাইফুজ্জামান জানান, বেলা ১২টার দিকে পশ্চিম খাবাসপুর এলাকার আবুল কাসেম মিয়ার বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে তিন শ্রমিক।
×