ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত তিন ॥ আহত ১৫

প্রকাশিত: ০৫:৪২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত তিন ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বেলা ১১টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাস হঠাৎ ভাবুকদিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের চাপায় রাস্তার পাশে থাকা তিন ব্যক্তি নিহত হন। নিহতরা হলেনÑ ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) এবং মেহেরুন নেছা (৫৫)। তাদের সবার বাড়ি ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীসহ স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানান, বরিশাল থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনটি ফরিদপুরের ভাবুকদিয়া নামক এলাকায় এলে খাদে পড়ে যায়। তিনি বলেন, ওই বাসের যাত্রীরা জানিয়েছেন, চালক মোবাইলে কথা বলছিল। এ কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। নেত্রকোনায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, কেন্দুয়া উপজেলা সদরের পৌরসভার মোড়ে মঙ্গলবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুধাংশু পাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ওই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর গ্রামে। স্থানীয়রা জানান, কাঁচামালের ব্যবসায়ী সুধাংশু পাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কেন্দুয়া বাজার থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে মদনগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকচালক এনামুল হককে আটক করেছে।
×