ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনাপোলে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ০৫:৪২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বেনাপোলে স্কুলছাত্র খুন

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্তে ওমর ফারুক (১৬) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পোর্ট থানা পুলিশ বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া কোদলারহাট মাঠ থেকে তার লাশ উদ্ধার করে। হতভাগ্য ওমর বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের হায়দার আলীর ছেলে এবং কোদলারহাট জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।ওমর ফারুকের মামা আজগার আলী জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয় সে। এ সময় তার সঙ্গে মোবাইল ফোন ও বাইসাইকেল ছিল। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার চাষীরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। স্বজনরা মাঠে গিয়ে লাশ শনাক্ত করেন। হত্যাককারীরা ওমরের কাছে থাকা মোবাইল ফোন ও বাইসাইকেল নিয়ে গেছে। নওগাঁয় গ্যারেজ মালিক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্যদের হাতে ইউনুছ আলী সরদার (৫০) নামে এক গ্যারেজ মালিক খুন হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী বাজারের অদূরে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই গ্রামের আকবর আলী সরদারের ছেলে।পুলিশ জানায়, গ্যারেজে থাকা অটোরিক্সা চুরিতে বাধা দেয়ায় তাকে খুন করা হতে পারে। ঘটনায় এক চোরকে গ্রেফতার ও গ্যারেজ থেকে চুরি যাওয়া তিনটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, চকউলী বাজারের অদূরে তাদের নিজস্ব সম্পত্তিতে জিনিয়াস কিন্ডারগার্টেন নামে শিশু শিক্ষার্থীদের একটি বিদ্যালয় রয়েছে। তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে রয়েছেন। বিদ্যালয় মাঠের এক পাশে তার স্বামী ইউনুছ আলী ধান ভাঙ্গানোর মেশিন ফেলে ব্যবসা করে আসছিলেন। মেশিনঘরের সঙ্গে একটি গ্যারেজও ছিল। তিনি আরও জানান, সোমবার রাতে খাবার খেয়ে গ্যারেজ পাহারা দেয়ার জন্য মেশিনঘরে যান। মঙ্গলবার ভোরে স্কুলের একটি কক্ষে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। সিরাজগঞ্জে গৃহবধূ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন মোড়ে মারুফা (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহিদুল হকের ভাড়া বাড়ি থেকে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মনোয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। নিহত মারুফা খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, মনোয়ারুল ইসলাম তার বোনজামাই শহিদুল হকের বাড়িতে স্ত্রী মারুফাকে নিয়ে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোন এক সময় মারুফাকে হত্যা করে গলায় কাপড় পেঁচিয়ে মৃতদেহটি ঘরের ছাদে ফেলে রেখে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার প্রচার চালায়। স্থানীয় এলাকাবাসী ঘটনাটি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে পরকীয়ার জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ সুইটি আক্তার (১৮) শ্রীপুরের লোহাগাছ গ্রামের আঃ বারেকের মেয়ে। পুলিশ ওই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের চান মিয়ার ছেলে নাঈমকে আটক করেছে। ওই ঘটনায় নিহতের মা আমিনা খাতুন বাদী হয়ে মঙ্গলবার শ্রীপুর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ও নিহতের মা জানায়, দু’বছর পূর্বে নাঈমের সঙ্গে সুইটির বিয়ে হয়। বিয়ের পর নাঈম অজ্ঞাত এক নারীর সাঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে সুইটি ও নাঈমের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের কিছুদিন পর তারা উভয়ে কোর্টের মাধ্যমে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এ ঘটনার বিষয়টি ছেলের পরিবার মেনে না নেয়ায় নাঈম তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় আব্দুস সামাদের বাড়িতে গত তিন মাস ধরে ভাড়া থাকত। বেশ কিছুদিন ধরে নাঈম সুইটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত এবং একপর্যায়ে সোমবার রাতে সুইটি আত্মহত্যা করে বলে নিহতের মা আমিনা খাতুন জানান। রূপগঞ্জে রিক্সাচালক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, আবু হানিফ (৪৫) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন চৌধুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু হানিফ উপজেলার দাউদপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার সুবাহান মিয়ার ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া ঈদগাহ এলাকার ছনপাড়া রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ মরদহেটি উদ্ধার করে।
×