ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে নিহতদের অনুদান

প্রকাশিত: ০৫:৪২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বজ্রপাতে নিহতদের অনুদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বজ্রপাতে নিহত ছয়টি পরিবার ও আহত পাঁচটি পরিবারের মাঝে মঙ্গলবার সরকারীভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, শনিবার বজ্রপাতে নিহত বিরল উপজেলার পাঁচজন ও চিরিরবন্দর উপজেলার একজনসহ মোট ছয়টি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার দুটি উপজেলার ইউএনও নিহত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। বজ্রপাতে আহত পাঁচটি পরিবারকেও ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেয়া হয়েছে। বিদ্যুত গ্রাহকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘন ঘন বিদ্যুত বিভ্রাট আর দিন ও রাতে ঘণ্টার পর ঘণ্টা ভয়াবহ লোডশেডিংএ বিপর্যস্ত হয়ে পরেছে জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার পল্লী বিদ্যুত জোনাল অফিসের আওতাধীন প্রায় লক্ষাধিক গ্রাহক। প্রশাসন ও গ্রাহকদের পক্ষ থেকে দুর্গা পূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানালেও বিদ্যুত সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্বয়ং বিদ্যুত বিভাগ। এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সকালে আগৈলঝাড়ার আস্কর ও বারপাইকা এলাকাবাসীর উদ্যোগে মাহিলাড়া-দুশুমী সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিক্ষুব্ধ এলাবাসী। গ্রাহক সোহেল মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিক্ষুব্ধরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঙ্গ লাল কর্মকারের অপসারণ দাবি করেন।
×