ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে দেড় মাস জিম্মি বাংলাদেশী ২০ রাখাল

প্রকাশিত: ০৫:৪০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ভারতে দেড় মাস জিম্মি বাংলাদেশী ২০ রাখাল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বাংলাদেশের ২০ যুবককে জিম্মি করেছে ভারতীয় দুই কুখ্যাত চোরাকারবারি। আটক যুবকদের বাড়ি শিবগঞ্জের মনাকষা ও দুর্লভপুর ইউপির একাধিক সীমান্ত গ্রামে। এসব যুবক মূলত গরুর রাখাল হিসেবে চিহ্নিত। ভারত থেকে গরুর এনে এরা পয়সা উপার্জন করে থাকে। ভারতের মালদহ জেলার কালিয়াচক গ্রামের লালচান্দ নামক এক চিহ্নিত চোরাকারবারি তাদের আটক করে নির্যাতন করছে। অভিযোগ বাংলাদেশের দুই চোরাকারবারির কাছে ২২ লাখ ভারতীয় রুপী পাওনা রয়েছে। এই টাকা উদ্ধারে যুবকদের আটকিয়ে রেখেছে। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির সাহাপাড়া নূরেশ মোড়ের দুই গরুর দালালের কাছে এই টাকা পাওনা রয়েছে। এরা সম্পর্কে দুই ভাই। এদের সঙ্গে রয়েছে ভারতের লালচান্দ সাহাপাড়া গ্রামের হাবিল মেম্বার। গত ৩১ আগস্ট দুই দালাল ভারত থেকে গুরু আনার জন্য ২০ যুবককে ভারতে পাঠিয়েছিল। যারা পাঠিয়েছিল তারা হচ্ছে জোবু ও রবিউল (রবু)। এরা গরু চোরাকারবারি সিন্ডিকেটের চিহ্নিত দালাল। মাসুদপুর ও সিংনগর সীমান্ত পথে এরা যুবকদের ভারতে ঠেলে দিয়েছিল। জিম্মি করা যুবকরা হচ্ছে দুর্লভপুর ইউপির মনোহরপুর গ্রামের এনামুলের ছেলে সোনু (২৫), ইদুলের ছেলে লিটন (১৯), মোখলেসুরের ছেলে তালিশ (২০), তোবুর ছেলে বাবু (২২), মোশাররফের ছেলে উজির (২০), ভিখুর ছেলে মানিক (২৩), কুবুলের ছেলে মেজর (২০), হবুর ছেলে অসীম (২০), জগন্নাথপুর গ্রামের কাইয়ুমের ছেলে রাসেল (২০) ও মনাকষা ইউপির গোপালপুর, তারাপুর, সাহাপাড়া, ঠুটাপুর গ্রামের অপর ৯ জন রয়েছে। এর কোন ধরনের পাসপোর্ট ছাড়াই ভারত থেকে গরু নিয়ে আসে। চিহ্নিত চোরাকারবারি জোবু ও রবু ভারতের গরু আনতে রাখাল পাঠিয়ে থাকে এপার থেকে। জোবু ও রবু এ অঞ্চলে কোটিপতি হিসেবে পরিচিত। এদের গ্রামে ও রাজশাহী শহরে রিসোর্ট টাইপের বিশাল পাকা ভবন রয়েছে। এছাড়াও শত একরের ফসলের জমি রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
×