ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণা ॥ গ্রাহক বিপাকে

প্রকাশিত: ০৫:৪০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণা ॥ গ্রাহক বিপাকে

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ সেপ্টেম্বর ॥ ভোলায় পপুলার লাইফ ইন্সু্যুরেন্স কোম্পানির গ্রাহকরা এডিপিএসে টাকা জমা দিয়ে চরম বিপাকে রয়েছে। এ ইন্সু্যুরেন্স কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের এডিপিএসের ১০ বছর মেয়াদ শেষ হলেও গ্রাহকদর তাদের মূলধন ও মুনাফার টাকা ফেরত না দিয়ে প্রতারণাসহ হয়রানি করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে টাকা না পেয়ে ভোলা নতুন বাজারে সমবায় ভবনের পপুলার লাইফ ইন্স্যুরেন্স অফিসে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তোপের মুখে পড়েন ওই অফিসের কর্মকর্তারা। পরে ভুক্তভোগী গ্রাহকরা সাংবাদিকদের কাছে নানা হয়রানিসহ প্রতারণার অভিযোগ তুলে ধরেন। খায়রুল ইসলাম চৌধুরী জানান, তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আল আমিন বীমা প্রকল্পে ৫শ’ টাকা করে ১০ বছর মেয়াদী এডিপিএস করেন। তার এডিপিএসের মেয়াদ প্রায় ৯ মাস আগে শেষ হয়। তার পর তিনি নিয়মানুযায়ী সব কাগজপত্রসহ আবেদন করেন। কিন্তু তার পাওনা কোন টাকা তাকে দেয়া হচ্ছে না। তাকে মাসের পর মাস তারিখ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন। মঙ্গলবার একই সময় তছলিমা নূপুর নামে এক গ্রাহকের স্বামী বাহালুলও অভিযোগ করেন, তার স্ত্রী ৩শ’ টাকা করে ১০ বছর মেয়াদী এডিপিএস করেন। মেয়াদ শেষ হওয়ার পরও পাওনা টাকা পাচ্ছেন না। উল্টো বিভিন্নভাবে আজ আসেন, কাল আসেন বলে বিভিন্ন কাগজ লাগবে বলে হয়রানি করছে।
×