ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, আজ রাতে বার্সিলোনার প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং, জুভেন্টাস লড়বে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে, মুখোমুখি এ্যাটলেটিকো মাদ্রিদ-চেলসি

প্যারিসে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পিএসজি-বেয়ার্ন

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

প্যারিসে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পিএসজি-বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপ সেরার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এখনও শিরোপার দেখা পায়নি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ট্রফি জিতবে কি, এখন পর্যন্ত তো প্যারিসের পরাশক্তিরা সেমিফাইনালেই খেলতে পারেনি। এ কারণে ফ্রান্সের দলটি ইউরোপ সেরার লড়াইয়ে কখনই হট ফেবারিট থাকে না। তবে এবার প্রেক্ষাপট পাল্টেছে। দলবদলে ইতিহাস গড়ে পিএসজি দলে ভিড়িয়েছে নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকাদের। আগে থেকেই আছেন কাভানি, থিয়াগো সিলভা, ডি মারিয়ারা। এ কারণে এবার চ্যাম্পিয়ন্স লীগের অন্যতম ফেবারিট প্যারিসের পরাশক্তিরা। গ্রুপপর্বের শুরুতেই সে প্রমাণ রেখেছে দলটি। গত ১২ সেপ্টেম্বর রাতে শুরু হয়েছে ২০১৭-১৮ মৌসুমের গ্রুপপর্বের লড়াই। তাতে ‘বি’ গ্রুপে দুরন্ত শুরু করেছে পিএসজি। এ্যাওয়ে ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দেয় অতিথি পিএসজি। স্বপ্নপূরণের মিশনটা তাই দুর্দান্তই হয়েছে নেইমার, কাভানি, এমবাপেদের। গ্রুপের আরেক ম্যাচে শুভসূচনা করে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখও। ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বাভারিয়ানরা ৩-০ গোলে হারায় বেলজিক ক্লাব আন্ডারলেচটকে। নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত শুরু করা এ দু’দল এবার মুখোমুখি। অর্থাৎ আজ রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে পিএসজি ও বেয়ার্ন মিউনিখ। হাইভোল্টেজ ম্যাচটি হবে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে আন্ডারলেচট ও সেল্টিক। পিএসজি-বেয়ার্ন ম্যাচটি নিয়ে রীতিমতো উন্মাদনা চলছে প্যারিসে। দু’দলই জয়ের জন্য উন্মুখ হয়ে আছে। পিএসজি কোচ উনাই এমেরি জয় ছাড়া অন্য কিছু না ভাবলেও স্বাগতিক বেয়ার্নকে সমীহ করছেন। তিনি বলেন, আমরা জানি বেয়ার্ন কতটা শক্তিশালী। ওদের হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে। ম্যাচটির আগে বেয়ার্ন কোচ কার্লো আনচেলোত্তি কথা বলেছেন পিএসজির দুই নতুন তারকা নেইমার ও এমবাপেকে নিয়ে। ২০১১-১৩ দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছেন আনচেলোত্তি। সেই অভিজ্ঞতা থেকেই এই ইতালিয়ান বলেছেন, নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজি নতুন করে ক্লাবের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে। বেয়ার্নে আবার এই বিষয়টি একেবারেই স্পষ্ট। এখানে বেয়ার্নের অস্তিত্ব একটা পর্যায়ে চলে এসেছে, পিএসজিতে যা এখনও হয়নি। যদিও পিএসজি ধীরে ধীরে বিশ্ব ফুটবলে নিজেদের সেরা পর্যায়ের খেলা উপহার দিচ্ছে। যখন কোন খেলোয়াড়কে এই পর্যায়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কোন ক্লাব দলভুক্ত করবে, বিপরীতে তার থেকেও সেই মানেরই কিছু আশা করবে। যদিও এজন্য ওই খেলোয়াড়কেও নতুন ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় দিতে হবে। এটাই তাদের মূল চ্যালেঞ্জ।
×