ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ওয়ানডে আজ

গ্রেফতারের পর দল থেকে বাদ স্টোকস!

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

গ্রেফতারের পর দল থেকে বাদ স্টোকস!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে আজ। তবে মাঠের খেলা ছাপিয়ে হঠাৎই আলোচনায় বেন স্টোকস। পুলিশের হাতে গ্রেফতার হয়ে এক রাত জেল খাটার পর দল থেকে বাদ পড়েছেন এই তারকা অলরাউন্ডার! অথচ আগের ম্যাচেও ইংলিশদের জয়ে অন্যতম ভূমিকা ছিল তার। মাঠ ও মাঠের বাইরে অনাক্সিক্ষত সব ঘটনার জন্য বদমেজাজি স্টোকসের খবরের শিরোনাম হওয়া নতুন কিছু নয়। তাৎক্ষণিক আজকের ম্যাচ থেকে তাকে বাদ দিলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বিবৃতিতে বিষয়টি স্বীকার করে অন্তত এক ম্যাচের জন্য ক্রেজি ক্রিকেটারকে নিষিদ্ধ করে ইসিবি। এবারের ঘটনা যে নিশ্চিত বড় রকমের কিছু গ্রেফতার ও জেলে যাওয়াই তার প্রমাণ। ঘটনা গত রবিবার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয়ের পর। ম্যাচে ৬৩ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন স্টোকস। মঙ্গলবার ইসিবি বিবৃতিতে বলেছে, ‘সোমবার ভোরে ব্রিস্টলে এক ঘটনায় স্টোকসকে গ্রেফতার করা হয়। রাতে তদন্তের অধীনে রেখে সকালে তাকে রিলিজ দেয়া হয়। সে লন্ডনে দলের সঙ্গে যোগ দিচ্ছে না।’ ঘটনার সময় স্টোকসের সঙ্গে ছিলেন আরেক তারকা এ্যালেক্স হেলসও। পুলিশকে সহযোগিতা করতে তিনি ব্রিস্টলে ফিরেছেন। তবে ঘটনার বিস্তারিত এখনই জানাতে চায় না ইসিবি, ‘আমরা আপাতত বিস্তারিত তথ্য জানাতে পারছি না, সেটি আপনারা বুঝতে পারছেন। তবে যখনই পারি তখনই আমরা আপনাদের জানাব।’ সমারসেট ও এ্যাভন পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘একজনকে শারীরিকভাবে আঘাত করার সন্দেহে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।’ সংবাদে আরও বলা হয়, অনাকাক্সিক্ষত ওই ঘটনার পর স্টোকসের হাতে বড় রকমের চোট দেখা গেছে। পুলিশের বিবৃতি, ‘সোমবার রাতে আমরা কুইন্স পার্কে একটি বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে যাই। তখন সময় প্রায় রাত দুইটা ৩৫ মিনিট। ২৭ বছর বয়সী একজনকে মুখে ইনজুরি অবস্থায় দেখতে পাই। তাকে চিকিৎসার জন্য ব্রিস্টল রয়্যাল ইনফার্মারিতে পাঠানো হয়’। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২৬ বছর বয়সী একজনকে গেফতার করা হয়। কিন্তু পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এখন ঘটনাটির তদন্ত চলছে’। স্টোকসের বয়সও ঠিক ২৬ বছর।
×