ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবলার সাবিনা ইয়াসমিনের অকাল মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ফুটবলার সাবিনা ইয়াসমিনের অকাল মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ মৃত্যু সবসময় বেদনাবিধুর। কিন্তু অল্প বয়সে অকালপ্রয়াণ কখনই মেনে নেয়া যায় না। ঘাতক জ¦রের কাছে আত্মসমপর্ণ করে না ফেরার দেশে পাড়ি জমানো সাবিনা ইয়াসমিনের (১৪) ব্যাপারটাও ঠিক তেমনি। জাতীয় অনুর্ধ-১৫ দলের এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড হঠাৎই প্রবল জ¦রে ভুগে মারা যায় মঙ্গলবার (ইন্নানিল্লাহি ... রাজেউন)। সে বাবা, মা, এক ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। সাবিনার প্রসঙ্গে বাংলাদেশ অ-১৫ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘সাফের ক্যাম্পে ডাক পেয়েছিল সাবিনা। ক্যাম্পে যোগ দেবার কথা ছিল কদিন পরেই। সাফের ক্যাম্পে এবারই প্রথম সে নির্বাচিত হয়েছিল। কিন্তু মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়ে সে মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা।’ বাংলাদেশ অ-১৬ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার সাবিনার মৃত্যুতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ‘সবাই সাবিনার জন্য দোয়া করবেন।’ জানা গেছে গত রবিবার থেকেই জ্বরে ভুগছিল উঠতি ফুটবলার সাবিনা। মঙ্গলবার বেলা তিনটার দিকে জ্বর বেড়ে গেলে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে সাবিনা ইয়াসমিন। আজই তার অনুর্ধ-১৫ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল। জ্বরের কাছে হার মেনে ক্যাম্পে আর যোগ দেয়া হলো না তার। সাবিনা কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল। এছাড়া সাবিনা থাইল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পেও ছিল। ২০১৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সাবিনা প্রথম অংশ নিয়েছিল। এরপর সে বাংলাদেশ অনুর্ধ-১৪ দলের প্রাথমিক ক্যাম্পে প্রথম ডাক পায়। সাবিনা ইয়াসমিনের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
×