ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পান্ডিয়ায় সম্ভাবনা দেখেছিলেন দ্রাবিড়

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭

পান্ডিয়ায় সম্ভাবনা দেখেছিলেন দ্রাবিড়

স্পোর্টস রিপোর্টার ॥ হারদিক পান্ডিয়া। ভারতের ক্রিকেটে এখন আলোচিত নাম। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত। বিশেষ করে ছক্কা হাঁকানোর সহজাত স্টাইল দিয়ে শুরুতেই ভক্তদের মুগ্ধ করেছেন। এই তো গত বছর অস্ট্রেলিয়া সফর করেছিলেন ‘এ’ দলের হয়ে। ওই দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। গ্রেট রাহুল তখনই পা-িয়ার মাঝে অমিত সম্ভাবনা দেখেছিলেন, ‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিজের স্বাভাবিক খেলা উপহার দেয়ার অসাধারণ ক্ষমতাই পা-িয়াকে সাফল্য এনে দিচ্ছে। জাতীয় দলে শুরুর সময়টাই ওর ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ‘এ’ দলে কাছ থেকে দেখেই বুঝেছিলাম ও বিশেষ এক প্রতিভা।’ বলেন তিনি। ইন্দোরের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। ২৯৩ রান টপকাতে এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ওপরে উঠে আসা ‘নিউ সেনসেশন’ পা-িয়া ৫ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৭৮ রানের মনোমুগ্ধকর এক ইনিংস উপহার দেন। অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘হারদিক আসলে রিয়েল পারফর্মার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ও দক্ষ। ওর মতো একজনকে আমাদের দরকার ছিল। একজন বিস্ফোরক অলরাউন্ডারের অভাব ছিল আমাদের। হারদিক সেটা পূরণ করে দিয়েছে। ও আমাদের সম্পদ। আশাকরি সামনে এভাবেই দলকে জেতাতে পারবে।’ চিকন শরীরে কিভাবে মারেন এত বড় বড় ছক্কা? ‘আমি কিন্তু ছোটবেলা থেকেই ছক্ক মেরে এসেছি। তফাত হলো এখন আমি আন্তর্জাতিক পর্যায়ে শটগুলো খেলছি।’ সংবাদ মাধ্যমকে বলেন আলোাচিত পা-িয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে দল হারলেও পা-িয়ার পাওয়ার হিটিংয়ের ক্ষমতা দেখেছিল ক্রিকেট দুনিয়া। ওই ইনিংসটাই কি আপনার ক্রিকেট জীবন বদলে দিয়েছে? তিনি বলেন, ‘আপনারা সে রকম ভাবতে চাইলে ভাবতে পারেন। আমার কোন সমস্যা নেই। তবে তার আগে আইপিএলেও আমি কিন্তু এ রকমভাবে খেলেছি।’ ছেলের মধ্যে যে ম্যাচ উইনার হওয়ার মশলা আছে তা অনেকদিন আগে থেকেই জানতেন বাবা হিমাংশু পা-িয়া,‘ ছোটবেলা থেকে এ রকম পরিস্থিতিতে ও বহুবার ম্যাচ জিতিয়েছে। তবে সে ক্লাব ম্যাচে বা ঘরোয়া ক্রিকেটে। আমি জানতাম ভারতকেও ও এইভাবে একদিন না একদিন ম্যাচ জিতিয়ে ফিরবে। এই সিরিজে সেটাই করে দেখাচ্ছে পা-িয়া।’ অল্প দিনে তারকা হয়ে ওঠা ছেলেকে নিয়ে এক সময়ের মোটর মেকানিক বাবার স্বপ্ন, ‘ওকে ছোট্টবেলা থেকে প্রচুর ছক্কা হাঁকাতে দেখেছি। আমার বিশ্বাস, একদিন হারদিক ভারতের হয়ে নেমে এক ওভারে ছয়ট ছক্কা মেরে দেবে।’ সেটা ভবিষ্যতের কথা। বর্তমানে পা-িয়া যে ক্রিকেটটা খেলছে সেটা তাকে ড্রেসিং রুমেরও অন্যতম জনপ্রিয় ক্রিকেটার করে তুলেছে। মুগ্ধ সুপার হিরো বিরাট কোহলি, গ্রেট রাহুল দ্রাবিড়ও। মুগ্ধ গোটা ভারত।
×