ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুখের কথা বুঝবে রিমোট কন্ট্রোল

প্রকাশিত: ০৫:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মুখের কথা বুঝবে রিমোট কন্ট্রোল

কণ্ঠস্বর চিহ্নিত করে নির্দেশনা পৌঁছে দেয়ার রিমোট কন্ট্রোল বাজারে এনেছে আমাজন, এই যন্ত্রটি পরিচিত হবে পরবর্তী প্রজন্মের ফায়ার টিভি স্টিক নামে। এটি প্রধানত টেলিভিশন পরিচালনা করতেই ব্যবহার করা হবে। তবে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ হচ্ছে বলেই ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবেন। এর আগে আমাজনের ইকো স্পীকারসহ বিভিন্ন সরঞ্জামে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়েছে। আমাজন থেকে জানানো হয়েছে, পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই হবে, ফায়ার টিভি স্টিক সেটি চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে। আমাজনের দাবি, শুধু বললেই হবে, সাসপেন্স থ্রিলার খোঁজ বা নেটফিক্সটা খোল। এ্যালেক্সা (দূর নিয়ন্ত্রণের জন্য আমাজনের একটি এ্যাপলিকেশন) সঙ্গে সঙ্গে সাড়া দেবে কণ্ঠস্বরে। আবার আমাজনের ভিডিওগুলো সামনে এগিয়ে দেখা বা পেছনে ফিরিয়ে দেখা দুটোই করা যাবে কণ্ঠস্বরের মাধ্যমে। এর অবিশ্বাস্য ক্ষমতা এবং শক্তিশালী কণ্ঠস্বর অনুসন্ধানের সঙ্গে এ্যালেক্সা শক্তিসম্পন্ন রিমোট তাৎক্ষণিকভাবে সুবিশাল ছবি, টিভির অনুষ্ঠান, গেম বাছাইয়ের সুযোগ করে দেবে। -ইনডিপেনডেন্ট
×