ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ির নিখোঁজ মেয়রের সন্ধান মেলেনি

প্রকাশিত: ০৫:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

সরিষাবাড়ির নিখোঁজ মেয়রের সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার আওয়ামী লীগের মেয়র রুকুনুজ্জামানের সন্ধান মেলেনি। তবে পুলিশ বলছে, মেয়রের নিখোঁজের বিষয়টি রহস্যজনক। দুই স্ত্রী থাকার সূত্রধরে নিখোঁজ রহস্যের সৃষ্টি হতে পারে। সোমবার এ ব্যাপারে মেয়রের পরিবারের তরফ থেকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে বের হন মেয়র (৪২)। দুপুর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সোমবার রাত নয়টার দিকে মেয়রের বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর -১৬১১, তারিখ ২৫-০৯-২০১৭ইং। জিডিটি তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক। উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জনকণ্ঠকে বলেন, প্রাথমিক তদন্তে মেয়রের দুই স্ত্রী রয়েছে বলে জানা গেছে। প্রথম স্ত্রী সরিষাবাড়িতে বসবাস করেন। আর দ্বিতীয় স্ত্রী উত্তরায় বসবাস করেন। দ্বিতীয় স্ত্রীর উত্তরার বাসা থেকেই বেরিয়েই মেয়র নিখোঁজ হন। দুই স্ত্রী থাকায় পারিবারিক অশান্তির সূত্রধরে নিখোঁজের ঘটনাটি ঘটতে পারে। ঘঁনাটি রহস্যজনক। এ ব্যাপারে সরিষাবাড়ির থানার ওসি রেজাউল ইসলাম খান জনকণ্ঠকে বলেন, গত রবিবার তার সঙ্গে মেয়রের মোবাইল ফোনে কথা হয়েছে। মেয়র দ্রুত সরিসাবাড়িতে ফিরছেন বলে জানিয়েছিলেন। তার নিখোঁজ হওয়ার মধ্যে কোন রাজনৈতিক বা সামাজিক কোন ঘটনার যোগসূত্র থাকার তথ্য মেলেনি। সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র রুকুনুজ্জামানের স্ত্রী কামরুন্নাহার জানান, ব্যবসায়িক ও অফিসের কাজে ঢাকায় গেলে তার স্বামী উত্তরায় ভাড়া নেয়া ওই বাসায় থাকতেন। সকালে ওই বাসা থেকে বের হওয়ার পর তার স্বামী আর বাসায় ফেরেনি বলে জানা গেছে।
×