ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চোর সন্দেহে কিশোরকে বেঁধে নির্যাতন করে হত্যা

প্রকাশিত: ০৫:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চোর সন্দেহে কিশোরকে বেঁধে নির্যাতন করে হত্যা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ চোর সন্দেহে আটক গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে সাগর (১৭) নামে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ নির্যাতনকারীদের হোতা আক্কাছ আলীসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে। তবে লাশ উদ্ধারের পরপরই আক্কাছ আলী ও তার লোকজন গা-ঢাকা দিয়েছে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরেই গৌরীপুর থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, গত সোমবার ভোরে চরশ্রীরামপুরের গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রে ও হ্যাচারিতে সাগরকে আটক করে হ্যাচারি মালিক আক্কাছ আলী ও তার লোকজন। এরপরই সাগরকে একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেদমভাবে নির্যাতন করা হয়। সকাল ৮টার পর সাগরকে আর ঘটনাস্থলে দেখা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হলে আক্কাছ আলীর পক্ষ থেকে বলা হয় ছেলেটি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এরপর চলে গেছে। মঙ্গলবার স্থানীয় ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক সরকারকে সঙ্গে নিয়ে পুলিশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বেলা ১১টার দিকে আক্কাছ আলীর হ্যাচারির পাশের ঝোপ থেকে সাগরের লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, সাগরের নামে এর আগে চুরির কোন মামলা ছিল না। পুরো ঘটনা তারা তদন্ত করে দেখছেন। এই ঘটনায় মোট ৬ জনের নামে মামলা হয়েছে এরা হলেন- আক্কাছ আলী, তার ভাই হাঁসু (৩৮), সাত্তার (৩৫), জুয়েল (৩০) ও সোহেল (২০) এবং কর্মচারী কাইয়ুম। ঘটনার পর সবাই পলাতক আছেন।
×