ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব যখন তৎপর বিএনপি নেত্রী তখন লন্ডনে আরাম করছেন ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব যখন তৎপর বিএনপি নেত্রী তখন লন্ডনে আরাম করছেন ॥ কাদের

চট্টগ্রাম অফিস/কক্সবাজার প্রতিনিধি ॥ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সারা বিশ্বের দৃষ্টি যখন কক্সবাজারের দিকে তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে আরাম-আয়েশ করছেন। আর বিএনপি নেতা মির্জা ফখরুল ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুটছেন। মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমাদের সম্প্রীতি ধরে রাখতে হবে। কোন অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ঢাকায় বসে প্রতিদিন আবোল- তাবোল বক্তব্য দেয়া হচ্ছে। আর তাদের নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে আরাম-আয়েশ করছেন। দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের নিয়ে তাদের নেত্রীর কোন মাথাব্যথা নেই। শুরু থেকে সরকারের পাশাপাশি রোহিঙ্গাদের পাশে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। মন্ত্রী বলেন, কক্সবাজারের মানুষ উদার আর মানবিক না হলে সরকারের একার পক্ষে রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতো। মিয়ানমারে নিপীড়িত হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। আমরা তাদের থাকতে দিচ্ছি, খাবার দিচ্ছি। কক্সবাজারের মানুষ রোহিঙ্গাদের গ্রহণ না করলে সরকারের একার পক্ষে এ পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতো। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে এমপি সাইমুল সরোয়ার কমল, আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রঞ্জিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা উপস্থিত ছিলেন।
×