ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ চায় সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রকাশিত: ০৫:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ চায় সম্মিলিত সাংস্কৃতিক জোট

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘রোহিঙ্গা হত্যাকাণ্ড’ মানব ইতিহাসে অন্যতম ভয়াবহ হত্যাকা- হিসেবে আখ্যায়িত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, আরাকানে আজ নারী-শিশু কেউ মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। নির্যাতন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের জন্য ক্রমান্বয়ে দেশে চাপ বাড়ছে। সঙ্কট নিরসনে তাই আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের পরিচালিত গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং শরণার্থীদের ফেরত নেয়ার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গ্রাম থিয়েটার, ভোর হলো ও সমমনা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো মানববন্ধনের আয়োজন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। গোলাম কুদ্দুছ বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে অনেকে রাজনীতি করছেন। তাদের বিপথে নেয়ার চেষ্টা করছেন। তাই দেশের মানুষকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা জাতিসংঘে পাঁচ দফা ও ওআইসিতে ছয় দফা উত্থাপন করেছেন যা বিশ্ব সমর্থন করেছে। অবিলম্বে রোহিঙ্গাদের নিজে দেশ ফিরিয়ে নেয়ার জন্য তিনি মিয়ানমার সরকারকে আহ্বান করেন। তিনি আরও বলেন, রোহিঙ্গারা কোন ধর্মের বা বর্ণের লোক সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মানুষ। তাদের সঙ্গে যে অপরাধ করছে মিয়ানমার সরকার এটা মানবতাবিরোধী অপরাধ। এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তৌফিক হাসান ময়না বলেন, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকা- চালাচ্ছে তার বিরুদ্ধে আজ সারা বিশ্ব সোচ্চার। বাংলাদেশ মানবিক বিবেচনায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের ভার বহন করা এখন আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে তাদের ফিরিয়ে নেয়ার দাবি জানান তিনি। মানববন্ধন শেষে গণহত্যা বিষয়ক সেলিম আল দীনের বিখ্যাত নিমজ্জন নাটকটি মঞ্চায়ন করা হয়।
×