ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানিতে কুখ্যাত আইএস জঙ্গী আবু ওয়ালার বিচার শুরু

প্রকাশিত: ০৫:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

জার্মানিতে কুখ্যাত আইএস জঙ্গী আবু ওয়ালার বিচার শুরু

জার্মানিতে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ডিফ্যাকেট নেতা হিসেবে আখ্যায়িত কুখ্যাত ঘৃণিত ধর্মীয় নেতা আবু ওয়ালার বিচার মঙ্গলবার শুরু হয়েছে। যুবকদের ধর্মীয় উগ্র হিসেবে গড়ে তোলার জন্য এবং বার্লিন ক্রিসমাস মার্কেটে হামলাকারীর সঙ্গে সম্পৃক্ত এক জিহাদী নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খবর এএফপির। ভিডিও প্রচার অভিযানে ক্যামেরার দিকে পিঠ প্রদর্শনের জন্য ‘ফেইসলেস প্রিচার’ ডাকনাম গ্রহণকারী ৩৩ বছরের এ ইরাকীকে আইএসের সদস্য সংগ্রহ বিভাগের সন্দেহভাজন কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে গত নবেম্বরে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষের দেয়া আহমদ আবদুল আজিজ আবদুল্লা নামের এ ওয়ালাকে জার্মানির উত্তরাঞ্চলীয় শহর সিলের আদালতে হাজির করার কথা। আইএসের প্রতি সমর্থনের অভিযোগে আরও ৪ সহযোগী আসামিকেও আদালতে তোলা হচ্ছে। প্রসিকিউটররা বলেছেন, এ পাঁচ কুখ্যাত লোক প্যান-রিজিওন্যাল সালাফিস্ট জিহাদিস্ট নেটওয়ার্ক গড়ে তোলে। ওয়ালা জার্মানিতে তথাকথিত আইএসের প্রতিনিধি হিসেবে এ প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছে। এ নেটওয়ার্কের লক্ষ্য হচ্ছে সিরিয়া ও ইরাকে আইএসের জন্য সদস্য পাঠানো। অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থাধীন এ সন্ত্রাস বিচার শুরু হচ্ছে এবং ২০১৮ সালের প্রথম দিক পর্যন্ত এ বিচার চলবে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির সাপ্তাহিক পত্রিকা দের স্পিজেল লিখেছে, এ গোপন প্রতিষ্ঠান সম্পর্কে দীর্ঘদিন ধরে কদাচিৎ জানা গেছে। এ গ্রুপের সদস্যরা জিহাদে অংশগ্রহণের জন্য লোকদের প্ররোচিত করে। সম্প্রতি বছরগুলোতে ইসলামপন্থীদের বিরুদ্ধে এ বিচার অত্যন্ত কৌতূহল উদ্দীপক বিচারগুলোর অন্যতম। ডিপিত্র সংবাদ সংস্থা বলেছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ বছর পর্যন্ত কারাদ- হবে। ওয়ালা ২০০১ সালে জার্মানিতে আসার পর দেশটিতে কয়েকটি মারাত্মক জিহাদী হামলার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে বলা হয়েছে। ওয়ালা উত্তরাঞ্চলীয় শহর হাইলডেশিম শহরে তার ভিত্তি প্রতিষ্ঠার পরে আইএসের লালনক্ষেত্র হয়ে ওঠে শহরটি।
×