ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছের ব্যক্তিত্ব রয়েছে

প্রকাশিত: ০৫:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মাছের ব্যক্তিত্ব রয়েছে

ত্রিনিদাদিয়ান গাপ্পি মাছের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে গবেষকরা মাছের জটিল ব্যক্তিত্ব রয়েছে বলে চমকপ্রদ বিষয়টি আবিষ্কার করেছেন। গবেষকরা যখন বিভিন্ন পরিবেশে এসব মাছের আচরণ পর্যবেক্ষণ করেন, তখন তারা জটিল ব্যক্তিত্ব এবং আচরণ খুঁজে পান, যা কেবল ঝুঁকি বা ঝুঁকি-বিপরীত হিসেবে ব্যাখ্যা করা যাবে না। ইউনিভার্সিটি অব এক্সেটারের প্রধান গবেষক ড. হাউজলে বলেন, ‘বিচিত্র রঙের মাছ হিসেবে প্রায়ই ত্রিনিদাদিয়ান গাপ্পি মাছের স্বতš বৈশিষ্ট্য তুলে ধরা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, বাস্তবতা আরও বেশি জটিল।’ তিনি বলেন, ‘যখন একটি অপরিচিত পরিবেশে রাখা হয় তখন আমরা দেখতে পাই, গাপ্পিদের চাপজনক পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন কৌশল রয়েছে।’ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গাপ্পির আরও বেশি সচেতন হওয়ার ক্ষেত্রে ব্যক্তিত্বের পার্থক্য অপরিবর্তনীয় ছিল। শিকারিদের উপস্থিতি গড় আচরণের ওপর প্রভাব ফেলেছিল যা সমস্ত গাপ্পিকে আরও সতর্ক করে তোলে কিন্তু সতর্কতায় মাছগুলো স্বতন্ত্র ব্যক্তিত্ব বজায় রাখে। -ডেইলি মেইল
×