ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মরণ সভায় মন্তব্য

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ প্রতীক আতাউস সামাদ

প্রকাশিত: ০৫:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ প্রতীক আতাউস সামাদ

স্টাফ রিপোর্টার ॥ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ প্রতীক আতাউস সামাদ। তিনি সাংবাদিকতার রাজপুত্রও। সব সময় খবরের পেছনে ব্যতিব্যস্ত এ মানুষটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্বাক্ষর রেখেছেন। সাংবাদিকতার বাইরে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুধু সাংবাদিকতা নয়, এ দেশের অনেক আন্দোলন-সংগ্রামেও রয়েছে তার অগ্রগামী ভূমিকা। একজন মুক্তিযোদ্ধা হিসেবেও দেশের জন্য সংগ্রাম করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। পরিষদের আহ্বায়ক সাংবাদিক-কবি হাসান হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ সাংবাদিক আব্দুর রহিম, বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক খায়রুল আনোয়ার বকুল, আতাউস সামাদের ভাইয়ের ছেলে ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ। রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আতাউস সামাদ সহজভাবে বলতেন এবং লিখতেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন। যে কোন লেখার গভীরে যাওয়ার চেষ্টা করতেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আতাউস সামাদ কখনও আপোস করার মতো কোন চরিত্র ছিল না। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন তিনি। তার যেমন সাহস ছিল তেমনি যে কোন দাবি আদায় করারও ছিল বিশেষ কৌশল। আব্দুর রহিম বলেন, আতাউস সামাদের মতো সাংবাদিক হলে জীবন সার্থক বলা চলে। কারণ আতাউস সামাদ সাংবাদিকতাও করেছেন আবার বিশ্বব্যিদালয়ের শিক্ষকও ছিলেন। তার আদর্শের পথ ধরে চলতে পারলে সাংবাদিকতা সার্থক হবে। সব সময় বেশি পরিশ্রম করতেন। মাঠে-ময়দানে সরাসরি গিয়ে সাংবাদিকতা করেছেন। শওকত মাহমুদ বলেন, সাংবাদিকতার রাজপুত্র আতাউস সামাদ। তিনি গণতন্ত্রের পক্ষে সাংবাকিতা করতেন। দেশের এই পরিস্থিতিতে তার মতো সাংবাদিকের বড্ড বেশি প্রয়োজন ছিল। এদিকে আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা সকালে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে তারা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন।
×