ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য কয়েক দেশের ত্রাণ চট্টগ্রাম বিমানবন্দরে

প্রকাশিত: ০৫:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য কয়েক দেশের ত্রাণ চট্টগ্রাম বিমানবন্দরে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ থেকে ত্রাণ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানো অব্যাহত রয়েছে। সর্বশেষ এসেছে সোমবার জাপান থেকে। এ বিমানবন্দরে এ পর্যন্ত যেসব দেশের ত্রাণ এসেছে ইতোমধ্যে রয়েছে ভারত ১০৭ টন, সৌদি আরব ৯৪ টন, ইন্দোনেশিয়া ৭৭ টন, ইরান ৬৮ টন, মরক্কো ১৪ টন, মালয়েশিয়া ১২ টন, মালয়েশিয়া রেড ক্রিসেন্ট ১০১ টন এবং সোমবার জাপান রেডক্রস প্রেরণ করেছে ১৮ টন চিকিৎসা সামগ্রী। এছাড়া জাপান রেডক্রসের পক্ষ থেকে দ্রুততম সময়ে ওষুধ ও মেডিক্যাল টিমের সদস্যদের নিয়ে আরও একটি বিমান আসছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। গত সোমবার জাপান রেড ক্রসের প্রতিনিধি তাকাফুমি ইয়ামাদা ও কেনসুকি কাওয়াই, নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট কাজুহিরো জুবাইয়াকাওয়া এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার এসব ত্রাণসামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত বিভিন্ন দেশ রেডক্রস, রেড ক্রিসেন্ট ৪৯২ টন ত্রাণ চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছাল।
×