ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক হাজার শয্যার শিশু হাসপাতাল নির্মাণে জাপানের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

এক হাজার শয্যার শিশু হাসপাতাল  নির্মাণে জাপানের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক হাজার শয্যাবিশিষ্ট জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নির্মাণে জাপানের সহায়তা চাইলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলাদেশ সফররত জাপানের কোচি বিশ^বিদ্যালয় গ্র্যাজুয়েট স্কুল অব নার্সিংয়ের স্পেশালি এ্যাসাইন্ড প্রফেসর ড. হিরোকো মিনামি মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এ সহায়তা চান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ গত আট বছরে যে সাফল্য অর্জন করেছে তা বিশে^ প্রশংসিত হয়েছে। শিশু মৃত্যু হার কমিয়ে এমডিজি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ পুরস্কৃত করেছে। সরকার এই সাফল্যকে আরও উর্ধে নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে দেশের সাত বিভাগে একটি করে শিশু হাসপাতাল স্থাপনের প্রকল্প সরকারের হাতে নিয়েছে এবং চতুর্থ জাতীয় স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর প্রকল্পে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় সরকার রাজধানীতে একটি শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই হাসপাতাল নির্মাণে জাপান এগিয়ে এলে এ দেশের কোটি কোটি শিশু ব্যাপকভাবে উপকৃত হবে। জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ^স্ত বন্ধু হিসেবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতসহ যোগাযোগ, অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে জাপানের ধারাবাহিক অবদান এ দেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামীতে সহায়তা বাড়ানোর জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
×