ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আদালতে বোমা ছুড়ে মারায় ৩ জঙ্গীর ১৪ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে আদালতে বোমা ছুড়ে মারায় ৩ জঙ্গীর ১৪ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আদালত এজলাসে বোমা ছুড়ে মারার মামলায় জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের ১৪ বছর করে কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভুঁইয়ার আদালতে এ রায় প্রদান করা হয়। বিস্ফোরণ ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা দুইটি মামলায় তাদের এ দণ্ড প্রদান করা হয়। চট্টগ্রাম আদালতের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা জজ সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে পরিকল্পিতভাবে বইবোমা ছুড়ে মেরেছিল জঙ্গীরা। তখন হাতেনাতে ধরা পড়ে শাহাদাত হোসেন নামের এক জঙ্গী। ওই দিনই কোতোয়ালি থানায় ৩ জনকে আসামি করে বিস্ফোরণ ও সন্ত্রাস দমন আইনে দুইটি মামলা দায়ের করা হয়।
×