ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রফিকুল ইসলামের অগ্রণী ব্যাংকে যোগদান

প্রকাশিত: ০৪:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭

রফিকুল ইসলামের অগ্রণী ব্যাংকে যোগদান

মোঃ রফিকুল ইসলাম ১৯৮৩ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার এবং ১৯৮৪ সালে একই ব্যাংকে ফিন্যান্সসিয়াল এনালিস্ট হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন শাখায় ব্যবস্থাপক/শাখা প্রধান হিসেবে প্রায় ১৩ বছরসহ শাখা পর্যায়ে ২৭ বছর কর্মরত ছিলেন। তাছাড়া সোনালী ব্যাংকে বিভিন্ন ডিভিশনে বিভাগীয় প্রধান এবং প্রিন্সিপাল অফিস ও জিএম অফিস এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে বিদেশে ব্যাংকিং কার্যক্রমের উপর ট্রেনিং এবং কর্মশালায় যোগদান করেছেন। -বিজ্ঞপ্তি পাঁচদিন প্রাইম ব্যাংক থেকে টাকা তোলা যাবে না অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামী ৫ কার্যদিবস প্রাইম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় গ্রাহক ব্যাংকে কোন ধরনের লেনদেন করতে পারবেন না। প্রাইম ব্যাংক জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৩ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে সব ব্যাংকিং কার্যক্রম (নগদ লেনদেন, এটিএম, ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য সেবা) বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকটি তাদের নিজস্ব আইটি সিস্টেম আপডেট এবং সর্বোচ্চ নিরপাত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করবে।
×