ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সার্ভো’ লুব্রিকেন্টস পণ্য বাজারে আনল রানার

প্রকাশিত: ০৪:১৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭

‘সার্ভো’ লুব্রিকেন্টস পণ্য বাজারে আনল রানার

বিশ্বমানে লুব্রিকেন্ট ব্র্যান্ড ‘সার্ভো’ এখন থেকে বাংলাদেশেও পাওয়া যাবে। ভারতের অন্যতম শীর্ষ সরকারী পেট্রেলিয়াম কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার ল্যুব এ্যান্ড এনার্জি লিমিটেডের মাধ্যমে এই লুব্রিকেন্ট পণ্য বাজারজাত করবে। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রানার ল্যুব এ্যান্ড এনার্জি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই ব্র্যান্ড বাজারে আনার ঘোষণা দেন উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রানার ল্যুব এ্যান্ড এনার্জি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, সহকারী পরিচালক সৈয়দ নাজিব এম রহমান এবং ইন্ডিয়ান অয়েলের উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে এ সময় রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, রানারের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের এই অংশীদারিত্বে দেশের বাজারে বিশ্বমানের লুব্রিকেন্ট পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে একটি মাইলফলক। -অর্থনৈতিক রিপোর্টার আমীন মোহাম্মদ গ্রুপের ত্রাণ বিতরন দেশের ডেভেলপার ও আবাসন খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার অসহায় রোহিঙ্গাদের মাঝে ৫ হাজার প্যাকেট (৫০ টন) ত্রাণ বিতরণ করা হয়েছে। আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক গাজী মোঃ আমানুজ্জামান, সহকারী পরিচালক রইজ উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক মেজর (অব) রেজাউল করিমসহ একটি দল সারাদিন ধরে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। বিজ্ঞপ্তি
×