ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকার পূর্বাভাস এডিবির

প্রকাশিত: ০৪:১৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকার পূর্বাভাস এডিবির

স্টাফ রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী গত অর্থবছরের (৬ দশমিক ৯ শতাংশ) মতো এবারও প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে। এডিবি মনে করে, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, কৃষি খাতে এবং কর্মসংস্থান খাতের মন্থর আয় প্রবৃদ্ধি, প্রবাসী আয় কমে যাওয়া প্রভৃতি কারণে প্রবৃদ্ধি বাড়বে না। যদিও চলতি অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ আপডেট সাসটেইনিং ডেভেলপমেন্ট থ্রু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি কম হবে। এডিবির হিসাবে এ বছর কৃষি খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ হবে। রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় অভ্যন্তরীণ চাহিদাও এবার কম। এর প্রভাবে শিল্প খাতের প্রবৃদ্ধিতে পড়বে। এডিবির হিসাবে শিল্প খাতে মডারেট প্রবৃদ্ধি হবে, যা ১০ দশমিক ২ শতাংশ। কৃষি এবং শিল্প খাতের মন্থর প্রবৃদ্ধির ফলে সেবা খাতে প্রবৃদ্ধি ৬ শতাংশেই সীমাবদ্ধ থাকবে। এডিবি মনে করে, সার্বিকভাবে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে তখনই, যখন রাজনৈতিক স্থিতিশীল অব্যাহত থাকবে, যা ভোক্তা চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু বেসরকারী খাতে ঋণ প্রবাহ ঠিক রাখবে। বন্যার দীর্ঘমেয়াদী প্রভাবে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ হবে বলে মনে করে এডিবি। যদিও সরকার এ বছর গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে রাখার লক্ষ্য ঠিক করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাইভেট খাতে বিনিয়োগ বাড়াতে সরকার যোগাযোগ এবং জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করছে। মহাসড়ক, গ্রামীণ সড়ক এবং বিদ্যুত ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে চলমান কয়েকটি প্রকল্প বেসরকারী বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
×