ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মাজারের দুই নারী হত্যার মূল সন্দেহভাজন পলাতক

প্রকাশিত: ২৩:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে মাজারের দুই নারী হত্যার মূল সন্দেহভাজন পলাতক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মাজারে দুই নারী হত্যার ঘটনায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই হত্যার মূল রহস্য উদঘাটন না হলেও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়। কিন্তু ঘটনার ১২ দিনেও মূল সন্দেহ ভাজন পুরুষ খাদেম পুত্র আরিফ (৩৩) গ্রেফতার হয়নি। হত্যার ঘটনায় প্রথম দফায় মাজারের পুরুষ খাদেম মাসুদ কোতয়াল (৫৫) ও বাবু সরকারকে (২৫) তিন দিনে রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে আবার এই দুই আসামীকে আরো দু’দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। দুই দফা পাঁচ দিন রিমান্ডে জ্ঞিাসাবাদ করা হলেও রহস্য উদঘাটন হয়নি। তবে এই ঘটনায় পুরুষ খাদেম মাসুদ কোতয়াল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়। গত ১৩ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ শহরের ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে মহিলা খাদেম আমেনা বেগম(৬০) ও বারেক ল্যাংটার বোন ভক্ত তাইজুন খাতুনকে(৪৮) হত্যা করা হয়। এই ঘটনায় তাইজুন খাতুনের পুত্র কফিলউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ ব্যাপরে মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সাইফুল ইসলাম সবুজ জানান, মাজারে দুই নারীকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীকে ২য় দফা রিমান্ড শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে। পুরুষ খাদেওরে পুত্র আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে।
×