ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গভবনে রাবি প্রতিনিধি দল

গবেষণাকর্মে অগ্রাধিকার দিতে হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

গবেষণাকর্মে অগ্রাধিকার দিতে হবে ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিশ্বের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুসরণে গবেষণাকর্মে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আবদুস সোবহানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি বলেন, বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর অনুসরণে গবেষণা কর্মকান্ডে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা কর্মকান্ডে বরাদ্দ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। খবর বাসসর। রাষ্ট্রপতি ও দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হামিদ ক্যাম্পাসে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলাসহ শিক্ষা সহায়ক কর্মকান্ডে প্রয়োজনীয়তারও উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষা বিস্তার ও আদর্শ শিক্ষা অর্জনে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। উপাচার্য তার প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলে তিনি (রাষ্ট্রপতি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়টির পরবর্তী সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণ জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
×