ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্গোৎসব উদযাপনে যে কোন সমস্যা সমাধানের ঘোষণা মেয়র সাঈদ খোকনের

প্রকাশিত: ০৮:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

দুর্গোৎসব উদযাপনে যে কোন সমস্যা সমাধানের ঘোষণা মেয়র সাঈদ খোকনের

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে নিরাপদে দুর্গাপূজা সম্পন্নের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে উৎসব উদযাপনে যে কোন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার রাজধানীর নগর ভবনের সেমিনার কক্ষে চলমান দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি জয়ন্ত সেন দিপু, ঢাকা মহানগরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডিএন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বক্তৃতা করেন। এছাড়া কর্পোরেশনের সচিব শাহাবুদ্দিন খানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মন্দিরসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মেয়র ঢাকা দক্ষিণ সিটিতে অবস্থিত ১শ ৫১টি সার্বজনীন মন্দিরের প্রতিটির জন্য পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন। মেয়র নেতৃবৃন্দকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার এ ঐতিহাসিক চেতনাকে ধারণ করে আবহমান কাল ধরে বিভিন্ন সম্প্রদায় এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছে। দুর্গাপূজাতে বিভিন্ন ধর্মের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। আমরা এ চেতনাকে অক্ষুণœ রাখতে চাই, সমুন্নত রাখতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে নিয়ে এ উৎসব উপভোগ করি। সাঈদ খোকন বলেন, ইতোপূর্বে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। মন্দির সংলগ্ন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা, পূজারীগণ যেন নির্বিঘেœ এবং নিরাপদে মন্দিরগুলোতে যাতায়াত করতে পারেন সেজন্য পর্যাপ্ত পরিমাণে এলইডি বাতি সংযোজন করা হয়েছে। এছাড়া রাস্তাঘাট মেরামত করে দেয়া, সড়ক বিভাজক ও জেব্রা ক্রসিং এ রং করে দেয়া হয়েছে।
×